প্রবন্ধের
সংজ্ঞা দাও। বাংলা প্রবন্ধের সাহিত্যের ক্ষেত্রে
যে সব প্রব্ধানিক বিশেষ অবদান রেখেছেন তাদের একটি তালিকা তৈরী কর।
সাহিত্যে বর্ণনামূলক গদ্যকে প্রবন্ধ বলা হয়।প্রবন্ধ সাহিত্যের অন্যতম একটি শাখা। এর সমার্থক শব্দগুলো হলো - সংগ্রহ, রচনা, সন্দর্ভ। প্রবন্ধের বিষয়বস্তু শৈল্পিক, কাল্পনিক, জীবনমুখী, ঐতিহাসিক কিংম্বা আত্মজীবনীমূলক হয়ে থাকে। যিনি প্রবন্ধ রচনা করেন তাকে প্রবন্ধকার বলা হয়। প্রবন্ধে মূলত কোনো বিষয়কে তুলে ধরে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় |
১.শেখ ওয়াজেদ আলি (৪ সেপ্টেম্বর ১৮৯০ - ১৯৫১) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক। জীবনের শিল্প (১৯৪১) – প্রবন্ধ। প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩) – প্রবন্ধ ।ভবিষ্যতের বাঙালী (১৯৪৩) – প্রবন্ধ
২. মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী তিনি শিক্ষা সংস্কারের মাধ্যমে পশ্চাৎপদ মুসলমানদের অগ্রগামী করেন।
৪. মোহাম্মদ লুৎফর রহমান (১৮৮৯-১৯৩৬) ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, সম্পাদক ও সমাজকর্মী। তার প্রবন্ধ সহজবোধ্য এবং ভাবগম্ভীর।
প্রবন্ধ
·
উচ্চ জীবন (১৯১৯)
·
মহৎ জীবন (১৯২৬)
·
উন্নত জীবন (১৯২৭)
·
মানবজীবন (১৯২৭)
·
সত্য জীবন (১৯৪০)
·
ধর্ম জীবন (১৯৭১)
·
মহাজীবন (১৯৭৫)
·
যুবকজীবন (১৯৮৫)
৫. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন।
আবদুল মান্নান সৈয়দ
মাওলানা মোহাম্মদ
আকরম খা
ড. মুহম্মদ
শহীদুল্লাহ
ড. কাজী মোতাহার
হোসেন
আবুল মনসুর
আহমদ
মোহাম্মদ
বরকতুল্লাহ
No comments:
Post a Comment